ম্যাচের পর সুপার ওভারও টাই, দ্বিতীয় সুপার ওভারে জিতল ভারত
ঘটনাবহুল এক ম্যাচের স্বাক্ষী হলেন বেঙ্গালুরুর দর্শকরা। রানফোয়ারার জন্য পরিচিত মাঠে ভারত-আফগানিস্তান কেউ কাউকেই ছাড় দেয়নি। নির্ধারিত ৪০ ওভারের খেলা টাই হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে, সেটিও টাই হলে দ্বিতীয় সুপার ওভারের প্রয়োজন পড়ে। যেখানে আর ভারতকে ঠেকাতে পারেনি আফগানরা। দ্বিতীয় সুপার জিতে ৩-০ ব্যবধানে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল।
রানবন্যা ও উত্তেজনাপূর্ণ এই ম্যাচে সৃষ্টি হয়েছে বিতর্কেরও। সেই বিতর্কের মূল প্রতিপাদ্য রোহিত শর্মা, প্রথম সুপার ওভারে তিনি রিটায়ার আউট নাকি রিটায়ার হার্ট, এই প্রশ্নেই যত জলঘোলা। তবে বিতর্কের আগেই রোহিত গড়েছেন ব্যক্তিগত এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলেছেন ভারত অধিনায়ক।
প্রথম সুপার ওভার টাই হওয়ার পর দ্বিতীয় সুপার ওভারে ১১ রান তোলে ভারত। মাত্র তিন বলের মধ্যেই দুই উইকেট হারিয়ে এক রান তুলতে পারে আফগানিস্তান। ১০ রানে জিতে সিরিজ জয়ের ব্যবধান বাড়িয়ে নেয় ভারত। এদিকে প্রথম সুপারে আফগানিস্তানের তোলা ১৬ রানের সমান রান করে ভারত, এই সুপার ওভারের একটি ঘটনাতে সৃষ্টি হয়েছে বিতর্ক।
ভারতের ব্যাটিংয়ের সময় ওভারের পঞ্চম বলে রোহিত শর্মা মাঠ থেকে উঠে যান রিটায়ার হার্ট হিসেবে, তবে কোনো ধরনের চোট পাননি তিনি। ফলে রোহিতের বিষয়টিকে ধরা হয়ে থাকে রিটায়ার আউট হিসেবে, কোনো ব্যাটসম্যান রিটায়ার আউট হলে সেই ম্যাচে আর তিনি ব্যাট করতে পারবেন না, কিন্তু দ্বিতীয় সুপার ওভারেও ব্যাট করতে নামেন রোহিত।
এর আগে মূল ম্যাচে নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২১২ রান তোলে ভারত। কিন্তু এক পর্যায়ে ভারতের ব্যাটিং অর্ডার শঙ্কায় ছিল অল্প রানেই গুটিয়ে যাওয়ার। মাত্র ২২ রানে চার উইকেট হারায় স্বাগতিকরা। এরপর পঞ্চম উইকেটে রোহিত ও রিংকু সিং মিলে গড়েন ৯৩ বলে ১৯০ রানের জুটি। টি-টোয়েন্টিতে যা ভারতের হয়ে সর্বোচ্চ রানের জুটি। শেষ দুই ওভার ভারত তোলে ৫৮ রান। এর মধ্যে শেষ ওভারেই ৩৬!
৬৯ বলে ১১ চার ও আট ছয়ে ১২১ রান করে অপরাজিত থাকেন রোহিত, ৩৯ বলে দুই চার ও ছয় ছয়ে ৬৯ রান করেন রিংকু। এমন পিটুনি খাওয়ার ম্যাচেও আফগানদের হয়ে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন ফরিদ আহমাদ।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানও ২১২ রান তোলে। প্রথম তিন ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করেন। গুরবাজ ৩২ বলে তিন চার ও চার ছয়ে ৫০, অধিনায়ক জাদরান ৪১ বলে ৫০, গুলবদিন নাইব ২৩ বলে চারটি করে চার ও ছয়ে করেন ৫৫ রান। শেষদিকে মোহাম্মদ নবীর ১৬ বলে ৩৪ রানের ইনিংসও আফগানদের ম্যাচ টাই করতে সাহায্য করেছে। ভারতের পক্ষে তিন ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন ওয়াশিংটন সুন্দর।