জাতীয় দলে অধিনায়কত্বের প্রশ্নে তাসকিন বললেন, ‘কেন নয়’
১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে সাত ফ্র্যাঞ্চাইজি। আজ অনুশীলন ছিল দুর্দান্ত ঢাকার। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তার কথা বলার সময় পাশে দাঁড়ান তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারকে মোসদ্দেকের সঙ্গে পাঠান কোচ খালেদ মাহমুদ সুজন।
এবারের বিপিএলে দুর্দান্ত ঢাকার সহ-অধিনায়ক করা হয়েছে তাসকিনকে। নেতৃত্বে সবল করতেই তাসকিনকে অধিনায়কের সঙ্গে রাখার পরিকল্পনা ঢাকার কোচের। এ ছাড়া তাসকিনেরও নিশ্চয়ই তাড়া আছে এই দায়িত্বে অভ্যস্ত হওয়ার। সহ-অধিনায়ক হয়ে বাংলাদেশের এই পেসার বড় স্বপ্নের কথা জানালেন। একদিন জাতীয় দলের অধিনায়ক হতে চান এই গতি তারকা।
অধিনায়ক হিসেবে তাসকিনকে কখনই ভাবা হয়নি। স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা খুব একটা নেই তার। তবে জাতীয় দলে লম্বা সময় ধরে খেলে আসছেন, বর্তমানে পেস আক্রমণের সেরা অস্ত্র তিনি। বড় আঙিনা থেকে কুড়ানো অভিজ্ঞতা দিয়ে ঢাকাকে সহায়তা করতে চান তাসকিন।
তিনি বলেন, 'আমাদের দলটা অনেক তরুণ। পাশাপাশি সুজন স্যার (খালেদ মাহমুদ) আছেন, মোসাদ্দেক আছে, অভিজ্ঞও আছে বেশ কজন। বিদেশি ক্রিকেটারদের অনেককে সঠিক সময়ে পাওয়া যাবে না। তবে যে দল আছে, এই দল নিয়েই আমরা যদি গুছিয়ে একতাবদ্ধ থেকে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে। আমার নিজের যে অভিজ্ঞতা আছে, সবসময় দলে ভাগাভাগি করার চেষ্টা করব। আমাদেল দল যাতে সেই ফল পায়।'
নেতৃত্বের আলোচনা ওঠায় জাতীয় দলে অধিনায়কত্ব করা নিয়ে প্রশ্ন করা হয় তানকিনকে। মনে লুকিয়ে রাখা স্বপ্নের কথা জানিয়ে দিতে তিনিও সময় নিলেন না। জাতীয় দলে অধিনায়কত্ব করার স্বপ্ন দেখেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তাসকিন বলেন, 'অবশ্যই, কেন নয়! এটা তো সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে একদিন।'
অধিনায়ক হিসেবে পেসারদের সেভাবে বিবেচনা করা হয় না। যদিও বাংলাদেশের ওয়ানডে দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিরাও ভরসা রেখেছে পেসার প্যাট কামিন্সের ওপর, যার হাত ধরে বিশ্বকাপ জিতেছে তারা। তাসকিনের নেতৃত্বের আলোচনায় তাই মাশরাফির উদাহরণই টানলেন মোসাদ্দেক।
দুর্দান্ত ঢাকার অধিনায়ক বলেন, 'তাসকিন যদিও পেস বোলার, তবে আমাদের মাশরাফি ভাই কিন্তু উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন। তিনি অনেক বছর বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এবং সফল অধিনায়ক। আমাদের দলের কোচ সুজন ভাই কিন্তু সব সময় তরুণ ক্রিকেটারদের তুলে ধরার চেষ্টা করেন। সেই জায়গা থেকেই উনি তাসকিনকে দায়িত্বটি দিয়েছেন।'