এমএলসিতে সাকিবের আরেকটি নিষ্প্রভ দিন
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। আগের ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ থাকা বাংলাদেশের অভিজ্ঞ এই অলরারউন্ডার আজও পারলেন না দলের হয়ে অবদান রাখতে। ব্যাট হাতে রানের খাতা খুলতে পারেননি, পরে বল হাতে খরুচে বোলিংয়ে থেকে গেছেন উইকেটশূন্য। সাকিবের মতো তার দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সেরও বাজে দিন গেছে।
রোববার রাতে চার্চ স্ট্রিট পার্কে আগে ব্যাটিং করে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে দলটি। সৌরভ নেত্রাভালকার, গ্লেন ম্যাক্সওয়েলদের দারুণ বোলিংয়ের সামনে ১৮.৪ ওভারে ১২৯ রানে অলআউট হয় নাইট রাইডার্স। জবাবে ট্রাভিস হেড ও অধিনায়ক স্টিভ স্মিথের ব্যাটে ১৬ ওভারেই (২৪ বল হাতে রেখে) জয় তুলে নেয় ওয়াশিংটন। ৫ ম্যাচে একটি জয় পাওয়া সাকিব-নারাইনদের দল তালিকার পাঁচ নম্বর দল।
আগের ম্যাচগুলোর মতো আজও চার নম্বরে ব্যাটিং করেন সাকিব। মাক্সওয়েলের বিপক্ষে প্রথম বটি ফেরালেও পরের বলে স্টাম্প ভেঙে যায় তার। ২ বল খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। আগের ম্যাচে ৭ বলে ৭ রান করেন সাকিব। নিজের প্রথম দুই ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও অবদান রাখেন, যথাক্রমে করেন ১৮ ও ৩৫ রান। এরপর থেকে নিজের ছায়া হয়ে আছেন সাকিব। চার ম্যাচে ১৫.০০ গড়ে ৬০ রান করেছেন তিনি।
বল হাতেও নিজেকে খুঁজে পাচ্ছেন না সাকিব। চার ম্যাচের মধ্যে কেবল প্রথম ম্যাচে একটি উইকেট পান তিনি। পরের তিন ম্যাচে থেকে গেছেন উইকেটশূন্য, ছিলেন খরুচেও। কোনো ম্যাচেই তাকে দিয়ে ৪ ওভার বোলিং করানো হয়নি। আজকের ম্যাচে ৩ ওভারে ৩২ রান খরচা করেছেন সাকিব। ৩ বা এর চেয়ে বেশি ওভার করা নাইট রাইডার্সের বোলারদের মধ্যে তার ইকোনমি সবচেয়ে বেশি। চার ম্যাচে ১০ ওভার বোলিং করা সাকিব ১১.১০ ইকোনমিতে ১১১ রান দিয়েছেন। ১০ বা তার বেশি ওভার করা বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে তিনিই।
নাইট রাইডার্সের দেওয়া ছোট লক্ষ্যে দুর্বার শুরু করেন ওয়াশিংনের দুই ওপেনার হেড ও স্মিথ, উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৭৯ রান যোগ করেন তারা। হেড ৩২ বলে ৫৪ ও স্মিথ ৩৬ বলে অপরাজিত ৪২ রান করেন। রাচিন রবীন্দ্র ১১ ও আন্দ্রিয়েস গাউস ১৫ রান করেন। আগে ব্যাটিং করা নাইট রাইডার্সের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সাইফ বাদার। আন্দ্রে রাসেল ২০ ও স্পেন্সর জনসন ১৬ রান করেন। ৩৫ রানে ৪ উইকেট নেন নেত্রাভালকার। ম্যাচসেরা ম্যাক্সওয়েল ৪ ওভারে ১৫ রানে নেন ৩টি উইকেট।