মিরাজের টেস্ট নেতৃত্বের অভিষেকে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চোটের কারণে টেস্ট সিরিজে খেলা হবে না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। একই কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের দলে নেই সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমও। দলটিকে তরুণ বললে ভুল হবে না। যে দলের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকের পর ডানহাতি এই অলরাউন্ডার এবার অপেক্ষায় সারা পোশাকে নতুন এক যাত্রার।
মিরাজের জন্য সফরটি নিশ্চয়ই রোমাঞ্চকর, সঙ্গে দল সামলানোর পাশাপাশি নেতার হিসেবে পারফরম্যান্স করার চাপও থাকতে পারে। তবে দলের ক্ষেত্রে কেবলই চাপের, আর সেটা সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। তাই চাপের বোঝা মাথায় নিয়েই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ। ম্যাচটি অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
পাকিস্তান সফরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে জিতে এলেও পরের সিরিজগুলো ভালো যায়নি বাংলাদেশের। ভারত সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলটি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপক্ষেও একই তেতো স্বাদ পায়। আর সবগুলো ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় বন্দী ছিল তারা। এই সফরে দলটির প্রধানতম চ্যালেঞ্জই হবে ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙা। দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টেস্ট খেলে বাংলাদেশ।
মিরাজের টেস্ট অধিনায়কত্বের অভিষেকে বাংলাদেশের একাদশে পাঁচটি পরিবর্তন এসেছে। শান্ত ও মুশফিক চোটের কারণে নেই। এ ছাড়া বাদ পড়েছেন সাদমান ইসলাম অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাহিদ রানা। তাদের জায়গায় খেলছেন লিটন, শাহাদাত দিপু, জাকের, তাসকিন ও শরিফুল। গত মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন দিপু। শরিফুল গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে খেলেন। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হয়নি লিটনের।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), অ্যালিক আথানাজে, কেসি কার্টি, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, কেমার রোচ ও জেইডেন সিলস।