আরও বড় স্বপ্ন নিয়ে ক্রাইস্টচার্চে মুমিনুলরা
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার আরও বড় স্বপ্ন মুমিনুল হকের দল। ক্রাইস্টচার্চ টেস্টে ড্র করতে পারলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে এবং তাদের মাটিতে টেস্ট সিরিজ জেতা হবে বাংলাদেশের।
নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে গেছে বাংলাদেশ দল। সকালে ক্রাইস্টচার্চে গিয়ে পৌঁছায় বাংলাদেশ। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন দলের ট্রেনার নিক লি।
মাউন্ট মঙ্গানুই থেকে চার্টার্ড বিমানে ক্রাইস্টচার্চে উড়াল দেন মুমিনুল-মুশফিকরা। হোটেল ছাড়ার আগে মানসিক ও শারীরিকভাবে চাঙা থাকতে জিমে কিছুটা সময় ব্যয় করেন কয়েকজন ক্রিকেটার।
এ নিয়ে নিক লি বলেন, 'দল মাত্রই ক্রাইস্টচার্চে পৌঁছেছে। আগামী দুই দিন পরের টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতির প্রক্রিয়া চলবে। আজ সকালে বিমানে ওঠার আগে ফাস্ট বোলাররা জিম করেছে। আগামীকাল দেখব স্কোয়াডের বাকি সদস্যদের কীভাবে পরের ম্যাচের জন্য প্রস্তুত করা যায়।'
আগামী কয়েক দিনের পরিকল্পনা নিয়ে নিক লি বলেন, 'ম্যাচে সবার ভিন্ন ভিন্ন ভূমিকা থাকে, ভিন্ন ধরনের ফিজিক্যাল লোড নিতে হয়। তাই সবাই ভিন্ন অনুশীলন করে, কাল হয়তো বেশি করবে। ম্যাচের আগের দিন ওদের জন্য 'রিলাক্সিং ডে।' টেস্টে ওদের বেশি পরিশ্রম করতে হবে, কাল হয়তো সেটা কাভার করবে। পরের দিনটা থাকবে ওদের শরীরকে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত করার জন্য।'
এবাদত হোসেনের অবিশ্বাস্য বোলিংয়ে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এটা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়, তাদের মাটিতে যেকোনো ফরম্যাটেও প্রথম জয়। আগামী ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে ক্রাইস্টচার্চে। ম্যাচটি ড্র করতে পারলে সিরিজ হবে বাংলাদেশের, হারলে সিরিজ হবে ভাগাভাগি।
২০১৯ সালে তিনটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড যায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চে ১৬ মার্চ শুরু হওয়ার কথা ছিল সিরিজের তৃতীয় টেস্ট। এর আগের দিন জুম্মার নামাজের সময় মসজিদে হামলা চালায় এক সন্ত্রাসী। ওই মর্মান্তিক ঘটনার পর প্রথমবারের মতো ক্রাইস্টচার্চে খেলতে যাচ্ছে বাংলাদেশ।