দক্ষিণ আফ্রিকায় কার্স্টেনের অধীনে মুমিনুলদের অনুশীলন ক্যাম্প
আগামী মার্চের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। করোনাকাল হওয়ায় টেস্ট এবং ওয়ানডে দলের একসঙ্গে উড়াল দেওয়ার কথা। তবে দুই দল গিয়ে এক সঙ্গে অবস্থান করবে না। কোয়ারেন্টিন পর্ব শেষে তামিম ইকবালের নেতৃত্বাধীন ওয়ানডে দল সিরিজের প্রস্তুতি শুরু করবে, সঙ্গে থাকবেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
টেস্ট দলের সদস্যরা চলে যাবেন কেপটাউনে। সেখানে হবে দুই সপ্তাহের ক্যাম্প, দায়িত্বে থাকবেন ভারতের হয়ে বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন। কিছুদিন আগেই সাবেক হয়ে যাওয়া রায়ান কুক থাকবেন ফিল্ডিং পরামর্শক হিসেবে।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, 'টেস্ট দলের সদস্যরা যেন কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে পারে, এ জন্য এই ক্যাম্পের ব্যবস্থা করেছি। ওখানে সেন্টার উইকেটে প্র্যাকটিস করার সুযোগ মিলবে। কার্স্টেনও থাকবে ক্যাম্পে। পুরো সময় অবশ্য তাকে পাওয়া যাবে না। আইপিএলে কোচিং করাতে সে চলে যাবে, তবে এর আগে কয়েকদিন থাকবে।'
জালাল ইউনুস আরও বলেন, 'ওখানে কার্স্টেনের একাডেমির অন্য কয়েকজন কোচও থাকবে ক্যাম্পে। আমাদের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুকও থাকবে। আমাদের ব্যাটিং কোচ জেমি সিডন্সও থাকতে পারে সেখানে কয়েকদিনের জন্য।'
দুই দল একসঙ্গেই জোহানেসবার্গে যাবে। ওয়ানডে দল থাকবে জোহানেসবার্গ ও প্রিটোরিয়ার মাঝামাঝি জায়গার একটি হোটেলে। এই দুই শহরেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সময়ে টেস্ট দলের জন্য থাকবে বিশেষায়িত অনুশীলন ক্যাম্প। কেপটাউনে গ্যারি কার্স্টেনের ক্রিকেট একাডেমিতে মমিনুলরা প্রস্তুতি সারবেন।
১২ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওয়া দেবে বাংলাদেশ। কিন্তু টেস্ট সিরিজ শুরু হবে ৩১ মার্চ। মাঝে অনেকটা সময়, এ কারণে ক্যাম্প আয়োজনের পরিকল্পনা নেয় বিসিবি। দক্ষিণ আফ্রিকান কোচ কার্স্টেনের অধীনেই দুই সপ্তাহের ক্যাম্প করার পরিকল্পনা ছিল বিসিবির। যদিও সেটা সম্ভব হবে না।
কেপটাউনের ক্যাম্পে কার্স্টেনকে তিন দিনের জন্য পাবেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটাররা। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে গুজরাট টাইটান্সের প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি। তাই দিন দিন পরই ক্যাম্প ছাড়বেন কার্স্টেন। বাকিটা সময়ে ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকবেন বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।
এই ক্যাম্পে থাকার কথা কার্স্টেনের অ্যাকাডেমির আরও দুজন কোচের। যদিও বিসিবির পক্ষ থেকে কেবল একজনের নাম জানানো হয়েছে, তিনি রায়ান কুক। ২০১৮ সালে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব নেন প্রোটিয়া এই কোচ, কাজ করেন প্রায় সাড়ে তিন বছর। গত টি-টোয়েন্টি বিশ্বকোপে বাজে ফিল্ডিংয়ের দায়ে তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। সেই কুককেই আবারও বাংলাদেশ দলের সঙ্গে দেখা যাবে।
জোহানেসবার্গে পৌঁছে কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবে ওয়ানডে দল। ১৮ মার্চ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে। ২০ মার্চ জোহানেসবার্গ এবং ২৩ মার্চ সুপারস্পোর্ট পার্কে পরের দুই ওয়ানডে হবে। প্রথম টেস্ট ডারবানে শুরু হবে ৩১ মার্চ। ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে দ্বিতীয় টেস্ট।