তামিমের দুঃস্বপ্নের নাম ফজল হক
সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। ঘরের মাঠে খেলা, প্রতিপক্ষও নিজেদের চেয়ে এগিয়ে থাকা কেউ নয়। তবু আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে চরম হতাশার সময় কাটলো তামিম ইকবালের। যেখানে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের জন্য দুঃস্বপ্নের নাম হয়ে থাকলো ফজল হক ফারুকী। তিন ওয়ানডেতেই আফগান বাঁহাতি এই পেসারের শিকার হয়েছেন তামিম।
টানা তিন ম্যাচে ফজলের শিকারে পরিণত হওয়া তামিম সাবধানী শুরুর পরও কোনো ম্যাচে ইনিংস বড় করতে পারেননি। প্রথম দুই ম্যাচ দিয়ে দলের সিরিজ নিশ্চিতের মিশনে অভিজ্ঞ এই ওপেনার ব্যাট হাতে নিজের ছায়া হয়ে থেকেছেন। তিন ম্যাচে তার রান ৩১, সর্বোচ্চ ১২। প্রথম দুই ম্যাচে ফজলের বলে এলবিডব্লিউ হওয়া তামিম এদিন একই ধরনের ডেলিভারিতে বোল্ড হন।
প্রথম দুই ওয়ানডে তামিমের আউট আলাদা করার উপায় ছিল না। ফজলের ভেতরের দিকে ঢোকানো ডেলিভারিতে দুইবারই সামনে পা বাড়িয়ে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তামিম। দুঃস্বপ্নের শুরু হওয়া প্রথম ওয়ানডেতে ফজলের একটি গুড লেংন্থের ডেলিভারিতে পরাস্থ হন তামিম। রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি তিনি। লাইনে পিচ করা ডেলিভারিটির প্রভাব ছিলো স্টাম্প বরাবর। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেটটি পেয়ে যায় আফগানিস্তান।
দ্বিতীয় ওয়ানডেতেও একই দৃশ্যের মঞ্চায়ন। ফজলের ভেতরের দিকে ঢোকা ডেলিভারিটি চেষ্টা করেও খেলতে পারেননি তামিম, বল গিয়ে আঘাত হানে তার প্যাডে; আবারও এলবিব্লিউ। এবার ফজলের বলের লাইনই বুঝতে পারেননি তামিম। সামনে পা বাড়িয়ে ব্যাট চালালেও ভেঙে যায় ১১ রান করা তামিমের স্টাম্প। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা তামিমের দ্বিপক্ষীয় সিরিজে নির্দিষ্ট বোলারের বিপক্ষে টানা তিন ম্যাচে আউটের রেকর্ড ছিল না। এবার সেই তিক্ত অভিজ্ঞতাই হলো তার।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক তামিম, সেঞ্চুরিতেও সবার চেয়ে অনেক এগিয়ে বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পার করে ফেলা তামিম কেন বারবার একই ধরনের ডেলিভারিতে আউট হচ্ছেন? উত্তরে তার শরীরের পজিশন ও ফুটওয়ার্কের কথা উল্লেখ করেছেন বাংলাদেশের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।
অভিজ্ঞ এই ব্যাটসম্যান সামনের পা কিছুটা অন সাইডের দিকে রাখেন, এতে বোলার বরাবর তার বুক কিছুটা উন্মুক্ত থাকে। ফলে অন সাইডে খেলতে গেলে ভারসাম্য হারিয়ে এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সমস্যা কাটিয়ে উঠতে তামিমকে করণীয় জানিয়েছেন সিডন্স। অজি এই কোচের মতে, আরও তিন-চার বছর খেলা চালিয়ে যেতে চাইলে ব্যাটিংয়ের সময় তামিমকে তার সামনের পা কিছুটা সোজা করতেই হবে।
তামিমও বুঝতে পারছেন নিজের সমস্যা। তামিমের ফুটওয়ার্ক নিয়ে দুদিন আগেই সিডন্স বলেন, 'ব্যাটিংয়ের সময় সামনের পা সোজা রাখতে চায় তামিম। এটা একেবারে চোখের পলকেই হয়ে যাবে না, কিন্তু আমরা দীর্ঘমেয়াদের কথা চিন্তা করে আলোচনা করছি। সে যদি আরও তিন-চার বছর খেলতে চায়, ব্যাটিংয়ের সময় তার সামনের পা কিছুটা সোজা করতেই হবে।'
তামিমের ফুটওয়ার্কের এই সমস্যাটা পুরনো। বাংলাদেশের হয়ে ২২০ ওয়ানডেতে (চরতি ম্যাচসহ) ব্যাটিং করে ২১১ বার আউট হয়েছেন তামিম। এর মধ্যে এলবিডব্লিউ হয়েছেন ২০ বার, বোল্ড হয়েছেন ৩২ বার।