ওয়ার্নের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। মাত্র ৫২ বছর বয়সে এই কিংবদন্তির মহাপ্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকপ্রকাশ করেছেন বর্তমান, সাবেক ক্রিকেটারসহ এই জগতের সবাই।
ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা এক টুইট বার্তায় লিখেছেন, 'একেবারেই বাকরুদ্ধ! আমি আক্ষরিকভাবেই জানি না কীভাবে পরিস্থিতির বর্ণনা দেব। আমার বন্ধু চলে গেছে!! আমরা সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজনকে হারিয়েছি!! তার পরিবারের প্রতি আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও, ওয়ার্নি!! তোমাকে মিস করব।'
আরেক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস লিখেছেন, 'অবিশ্বাস্য! আমি একদম হতবাক। এটা সত্য হতে পারে না। রেস্ট ইন পিস, শেন ওয়ার্ন। এই মুহূর্তে আমি যা অনুভব করছি, তা ভাষায় বর্ণনা করা সম্ভব না। ক্রিকেটের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল।'
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম লিখেছেন, 'বন্ধু ওয়ার্নের অকাল প্রয়াণে আমি একেবারেই হতবাক! সে সবসময় যোগাযোগ রাখত। সাহায্য করত। শুধু একজন অসাধারণ বোলারই ছিল না সে, পাশাপাশি একজন দুর্দান্ত বিনোদনকারীর ভূমিকাও পালন করেছে। ওর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও, বন্ধু।'
পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান বড়ই হয়েছেন ওয়ার্নের বোলিং দেখে। নিজের আদর্শের অকালমৃত্যু মানতেই পারছেন না তিনি। এক টুইট বার্তায় শাদাব লিখেছেন, 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার কারণেই আমি লেগ স্পিন করা শুরু করেছিলাম। আপনার মতো আর কেউ আসবে না। পুরো একটি প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষমতা খুব কম লোকেরই আছে। আপনার জন্যই আমার মতো অনেকেই লেগ স্পিন বোলিং শুরু করেছে।'
ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, 'বিস্মিত, হতবাক, শোকস্তব্ধ। তোমাকে মিস করব ওয়ার্নি। মাঠে বা মাঠের বাইরে কখনোই তোমার সঙ্গে কোনো নিষ্প্রভ মুহূর্ত পার করিনি। আমাদের মাঠের দ্বৈরথ এবং মাঠের বাইরের হাস্যরস সব সময় মনে গেঁথে থাকবে। তোমার মনে একটি বিশেষ জায়গা নিয়ে ছিল ভারত এবং ভারতীয়দের মনেও একটি বিশেষ জায়গা নিয়ে আছো তুমি। অনেক দ্রুতই চলে গেলে!'
পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার এক টুইট বার্তায় লিখেছেন, 'কেবল শুনলাম কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের প্রয়াণের মর্মান্তিক খবরটা। আমি কতটা মর্মাহত, তা বলে বোঝাতে পারব না। কত বড় একজন কিংবদন্তি, মানুষ এবং ক্রিকেটার।'
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), পাকিস্তান ক্রিকেট বোর্ডসহ (পিসিবি) ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্বের সকল ক্রিকেট সংস্থা।