পগবার বাড়িতে চুরির চেষ্টা, আতঙ্কিত ম্যানইউ তারকা!
সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না ওল্ড ট্রাফোর্ডে। গত পরশু নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই হতাশাচ্ছন্ন ঘোরের মধ্যেই আবার দুঃসংবাদ পেয়েছেন দলের তারকা ফুটবলার পল পগবা। জানিয়েছেন, খেলা চলাকালীন চোর হানা দিয়েছিল তার বাড়িতে!
টুইটারে এক পোস্টের মাধ্যমে ফরাসি মিডফিল্ডার জানান, চুরির সময় তার সন্তানরা ঘুমের মধ্যে ছিল। এ বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারলে তাকে পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন পগবা।
টুইটারে নিজের অফিশিয়াল একাউন্ট থেকে এক বিবৃতি দিয়ে পগবা লেখেন, "চোরেরা আমাদের বাড়িতে ৫ মিনিটেরও কম সময় ছিল। কিন্ত ওই সময়ের মধ্যেই তারা আমাদের খুব মূল্যবান একটি জিনিস ছিনিয়ে নিয়েছে- তা হলো আমাদের নিরাপত্তা-সুরক্ষার নিশ্চয়তা।"
ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আরও জানান, ম্যানইউ-অ্যাটলেটিকো ম্যাচের শেষ মিনিটে এই ঘটনা ঘটে। পগবার স্ত্রী তখন ম্যাচ দেখতে স্টেডিয়ামেই ছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস