‘উই উইল গো ফর কিল’- দলকে বলেছিলেন তামিম
রক্তে নাচন উঠেই ছিল, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিততে মরিয়া ছিল বাংলাদেশ দল। তাতে দরকার ছিল আরেকটু অনুপ্রেরণা, অধিনায়ক হিসেবে তামিম ইকবাল সেটাই করেছেন। টস হারের পর প্রোটিয়া ওপেনারদের দারুণ শুরুর পর চিন্তায় পড়ে যেতে হয় তাকে। কিন্তু ২ উইকেট পড়তেই সতেজ বাংলাদেশ, তামিম তার বার্তায় জানান; এখান থেকেই দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরতে হবে।
অধিনায়কের ডাকে সারা মেলে, প্রাণ লাগিয়ে লড়েন সবাই। তাতে লেখা হয়ে যায় ইতিহাস, প্রথমবারের মতো দক্ষিণ মাটিতে ম্যাচ জেতার সিরিজটি নিজেদের করে নেয় বাংলাদেশ। দলকে উদ্বুদ্ধ করতে মাঠে কী বলেছেন, ম্যাচের পর তা জানান তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের একটাই কথা ছিল, 'উই উইল গো ফর কিল।'
টস জিতে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন ইয়ানেমান মালান ও কুইন্টন ডি কক। পেসাররা সুবিধা করতে না পারায় মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনেন তামিম। আস্থার প্রতিদান দিয়ে ডি কককে ফেরান মিরাজ। এরপরও মালান-ভেরেইনার জুটিতে বাড়ছিল অস্বস্তি। এই জুটি ভেঙে স্বস্তি ফেরান তাসকিন আহমেদ। এরপরই তামিম তার বার্তা দিয়ে দেন দলের প্রতি।
বাংলাদেশ অধিনায়ক ম্যাচের পর বলেন, 'ওরা যেভাবে শুরু করেছিল, তাতে এটা মনে করিনি যে ১৫০ (১৫৪) রানে অলআউট করে দেব। কিন্তু একটা কথাই, সবাই বলেছি যে আমাদের যা আছে, আমরা সব যেন দিয়ে আসি মাঠে। এটাই ছিল আলোচনা।'
'ওরা ভালো শুরুর পর আমরা যখন দ্রুত দুটি উইকেট পেলাম, আমার মাথায় একটাই ভাবনা ছিল, 'উই উইল গো ফর কিল। নো ম্যাটার হোয়াট, আমরা আগ্রাসী থাকব। তাসকিন যত জোরে সম্ভব বল করবে এবং আমরা উইকেট নেব। কারণ, সাধারণত আমাদের এ রকম হয় যে আমরা ৩-৪ উইকেট নিয়ে নিই, এরপর বড় জুটি হয় আর ওরা বড় রান করে ফেলে। তাই যত কমে সম্ভব অলআউট করতে চেয়েছি।' যোগ করেন তামিম।
১৫৪ রানেই শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস। এরপরও আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল বাংলাদেশের। তামিমের ভাষায়, 'প্রথম ইনিংস শেষে আমার কথা একটাই ছিল যে, আমরা যেন এই ইনিংসে ১৫৪ বা ১৫৫ রানের ইনিংস হিসেবে না দেখি। আমাদের যেন চিন্তা থাকে যে ২৭০-২৮০ রান তাড়া করছি। কারণ এ রকম ছোট রানের ম্যাচ অনেক সময় 'ট্রিকি' হয়ে ওঠে। শুরুতে একটি-দুটি উইকেট পড়ে গেলে বিপদ চলে আসে। আমাদের চিন্তাই ছিল যেন যতটা সম্ভব আগ্রাসী থাকতে পারি।'