টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সোহান-মুস্তাফিজ
আজ শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার টেস্ট সিরিজ। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে লড়বে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
টস ভাগ্য বাংলাদেশের বিপক্ষে গেছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। ম্যাচটি বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করছে না। তবে আইসিসি টিভিতে দেখা যাচ্ছে। খেলা দেখতে চাইলে দুই টেস্টের জন্য ২ ডলার খরচ করতে হবে।
যার টেস্ট খেলা নিয়ে অনেক আলোচনা, সেই মুস্তাফিজুর রহমান আছেন একাদশে। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০২১ সালে ফেব্রুয়ারিতে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট খেলেন বাঁহাতি এই পেসার। গত জানুয়ারির পর টেস্ট খেলতে নামছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। মুশফিকুর রহিম এই সফরে বিশ্রামে আছেন। চোটের কারণে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি।
এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতেই ক্যারিবীয়দের জয়, একটি ম্যাচ ড্র হয়। বাংলাদেশের জয় পেয়েছে ২টি। বাংলাদেশের এই দুই জয় নিয়েও আছে আলোচনা। ২০০৯ সালের সেই টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল খেলেছিল। এরপর ২০১৪ ও ২০১৮ সালে চার টেস্টে বাজেভাবে হারে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বনার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মেয়ার্স, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), রেমন রিফার, আলজারি জোসেফ, কেমার রোচ, গুডাকেশ মটি ও জেডেন সিলস।