কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নেবে কমিউনিটি ব্যাংক
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (চুক্তিভিত্তিক) নিয়োগ দেবে।
বিজনেস, ইকোনোমিক্স, ব্যাংকিং, ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স, ইইই, মেকানিক্যাল, সিভিল বা আর্কিটেকচারে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। যেকোন ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, মাইক্রো-ফাইন্যান্স প্রতিষ্ঠান বা এনজিওতে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের মাসিক ২০ হাজার টাকা বেতন এবং লক্ষ্য অর্জনের উপর নির্ভর করে প্রতি মাসে সর্বোচ্চ ৫ হাজার টাকা ইনসেনটিভ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীরা ৩০ নভেম্বর পর্যন্ত বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশের ৫৯তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ব্যাংকটি পরিচালনা করে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট। বর্তমানে ৬৭ টি শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা দিচ্ছে কমিউনিটি ব্যাংক।