চিফ এক্সিকিউটিভ অফিসার নেবে কমিউনিটি ব্যাংক
চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থী খুঁজছে বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। ইনভেস্টমেন্ট ব্যাংক বা মার্চেন্ট ব্যাংকে ডেপুটি সিইও সমমানের পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ ব্যাংক বা ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। সিএফএ, এফসিএমএ, এফসিএ বা এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
আগ্রহীদের ইমেইলে আবেদনপত্র পাঠাতে হবে [email protected] ঠিকানায়। অথবা বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৩ নভেম্বর পর্যন্ত।
আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি আমাদের পাঠাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়।