ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
বিবিসি টেলিভিশনকে তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত আমি বরখাস্ত হচ্ছি না, তার আগেই আমি পদত্যাগ করবো।’
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/07/22/boris_and_philip.jpg)
ব্রিটিশ প্রধানমন্ত্রী ফিলিপ হামন্ড রোববার (২১ জুলাই) বলেছেন, বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি পদত্যাগ করবেন। তিনি বলেন, তার পক্ষে জনসনের বেক্সিট নীতির সঙ্গে একমত হওয়া সম্ভব নয়। খবর বিবিসির।
বিবিসি টেলিভিশনকে তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত আমি বরখাস্ত হচ্ছি না, তার আগেই আমি পদত্যাগ করবো।’
বুধবার বরিস জনসনকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হতে পারে এ অনুমান থেকে ফিলিপ একথা বলেন।