যে সব দেশে নারীদের গড় আয়ু বিস্ময়করভাবে বেশি
বিশ্বজুড়েই নারীদের গড় আয়ুষ্কাল পুরুষের চেয়ে বেশি। ধূমপান, অতিরিক্ত মদ্যপান, স্থূলতা, যে কোনো শারীরিক সমস্যায় দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এসব বিভিন্ন কারণে পুরুষদের গড় আয়ু কম বলে মনে করেন বিশেষজ্ঞ ও গবেষকরা।
পুরুষের টেস্টোস্টেরন হরমোনও কম আয়ুর পেছনে কিছুটা দায়ি। দক্ষিণ কোরিয়ার ইনহা ইউনিভার্সিটির বায়োলজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক কিউং জিন মিন এ বিষয়ে বলেন, "পুরুষের প্রজনন হরমোন কিছুক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কিছুটা অকার্যকর করে দেয় ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। তবে পুরুষের আয়ুর ওপর টেস্টোস্টেরনের প্রভাবের বিষয়টি এখনো পরিষ্কার নয়।
অন্যদিকে নারীদের এস্ট্রোজেন হরমোন অনেক অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ রয়েছে যা সুস্বাস্থ্য ধরে রাখতে সহায়ক।
বর্তমানে বাংলাদেশে নারীদের গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর এবং পুরুষদের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। সেই হিসাবে, বাংলাদেশের নারীদের আয়ুষ্কাল এখন পুরুষদের তুলনায় ৩ দশমিক ৩ বছর বেশি।
বিশ্বে নারীদের গড় আয়ু বেশি এমন কিছু দেশ ও অঞ্চলের ব্যাপারে জেনে নেওয়া যাক।
এস্তোনিয়া
বাল্টিক দেশ এস্তোনিয়া গড় আয়ুর দিক দিয়ে বিশ্বে ৪৫ তম অবস্থানে আছে। দেশটির মানুষের গড় আয়ু ৭৯.১৮। কিন্তু দেশটির নারীদের গড় আয়ু পুরুষদের তুলনায় বিস্ময়কর রকম বেশি। পুরুষদের গড় আয়ু ৭৪.৯৮ ও নারীদের গড় আয়ু ৮৩.০৬। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৮.০৮ বছর বেশি।
কিরিবাতি
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির অবস্থান গড় আয়ুর তালিকায় নিচের দিকে, দেশটির মানুষের গড় আয়ু ৬৯.১৭। পুরুষদের গড় আয়ু ৬৫ ও নারীদের গড় আয়ু ৭৩.১২। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৮.১২ বছর বেশি।
ইসোয়াতিনি
গড় আয়ুর দিক দিয়ে বিশ্বে ১৮১তম অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকার এ দেশটি। দেশটির মানুষের গড় আয়ু ৬১.০৫। পুরুষদের গড় আয়ু ৫৬.৯৮ ও নারীদের গড় আয়ু ৬৫.৬৭। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৮.৬৯ বছর বেশি।
হংকং
বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি গড় আয়ু হংকং এর মানুষের। অঞ্চলটির গড় আয়ু ৮৫.২৯। পুরুষদের গড় আয়ু ৮২.৩৮ ও নারীদের গড় আয়ু ৮৮.১৭। অর্থাৎ হংকং এর নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৫.৭৯ বছর বেশি।
জাপান
গড় আয়ুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে জাপান। দেশটির মানুষের গড় আয়ু ৮৫.০৩। তবে নারী পুরুষের গড় আয়ুর পার্থক্য অনেক। পুরুষদের গড় আয়ু ৮১.৯১ ও নারীদের গড় আয়ু ৮৮.০৯। অর্থাৎ জাপানের নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৬.১৮ বছর বেশি।
ম্যাকাও
গড় আয়ুর দিক দিয়ে বিশ্বে তৃতীয় অবস্থানে আছে ম্যাকাও। দেশটির মানুষের গড় আয়ু ৮৪.৬৮। পুরুষদের গড় আয়ু ৮১.৭৩ ও নারীদের গড় আয়ু ৮৭.৬২। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৫.৮৯ বছর বেশি।
দক্ষিণ কোরিয়া
গড় আয়ুর দিক দিয়ে বিশ্বে ১১তম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া। দেশটির মানুষের গড় আয়ু ৮৩.৫০। পুরুষদের গড় আয়ু ৮০.৪৬ ও নারীদের গড় আয়ু ৮৬.৪২। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৫.৯৬ বছর বেশি।
মার্টিনিক
গড় আয়ুর দিক দিয়ে বিশ্বে ১৪তম অবস্থানে আছে মার্টিনক। বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপটির মানুষের গড় আয়ু ৮৩.১৩। ক্যারিবিয়ান সাগরে অবস্থিত ফরাসি এ অঞ্চলটির পুরুষদের গড় আয়ু ৭৯.৮৫ ও নারীদের গড় আয়ু ৮৬.১০। অর্থাৎ নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৬.২৫ বছর বেশি।
গুয়াডেলোপ
ফরাসি ক্যারিবিয়ান এ দীপপুঞ্জও নারীদের আয়ুষ্কালের দিক দিয়ে এগিয়ে আছে। অঞ্চলটির মানুষের গড় আয়ু ৮২.৭৪। পুরুষদের গড় আয়ু ৭৯.১৬ ও নারীদের গড় আয়ু ৮৫.৯৪। অর্থাৎ নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৬.৭৮ বছর বেশি।
পর্তুগাল
গড় আয়ুর দিক দিয়ে পর্তুগাল যে খুব সামনের সারির দেশ তা নয়, বিশ্বে ২৩তম অবস্থানে আছে দেশটি। দেশটির মানুষের গড় আয়ু ৮৩.৫০। পুরুষদের গড় আয়ু ৮০.৪৬ ও নারীদের গড় আয়ু ৮৬.৪২। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৫.৯৬ বছর বেশি।
ফিনল্যান্ড
গড় আয়ুর দিক দিয়ে ইউরোপের এ দেশটির অবস্থান বিশ্বে ২৪তম। দেশটির মানুষের গড় আয়ু ৮২.৪৮। পুরুষদের গড় আয়ু ৭৯.৮২ ও নারীদের গড় আয়ু ৮৫.১৪। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৫.৩২ বছর বেশি।