অক্সিজেন সরবরাহ এবং হাসপাতালে শয্যা বাড়াতে সরকারের পক্ষ থেকে নির্দেশ
সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ বৃদ্ধি এবং হাসপাতালে পর্যাপ্ত শয্যা নিশ্চিতের জন্য স্থানীয় প্রশাসনকে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস আজ সকল বিভাগ ও জেলার সাথে ভিডিও কনফারেন্সিং করেছেন।
ভার্চুয়াল সে সভায় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরী করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে দেশে মহামারি ও এর প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন মুখ্য সচিব।
করোনার উপসর্গ বা লক্ষণ যুক্ত ব্যক্তিদের নিজের ঘরেই আইসোলেশনে থাকার অনুরোধ করেছেন মুখ্য সচিব। প্রয়োজনে স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সর্বোচ্চ ২০১ জনের মৃত্যু হয়েছে।
২০২০ সালের মার্চে করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এতে সংক্রমিত হয়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
গত এক সপ্তাহ যাবত প্রতিদিনই শতাধিক ব্যক্তির মৃত্যু হচ্ছে করোনায়।
মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেশের আরও ১১ হাজার ১৬২ জনের দেহে; শনাক্তের দিক থেকে যা এ দ্বিতীয় যাবতকালের সর্বোচ্চ। এর আগে গত মঙ্গলবার সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল।
সংক্রমণের সেকেন্ড ওয়েভে গত মাসে সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়লেও রমজান মাস ও পরবর্তী সময়ে দেশজুড়ে লকডাউনের পর শনাক্তের সংখ্যা কিছুটা কমেছিল। তবে জুনের প্রথমার্ধ থেকে তা আবার বাড়তে শুরু করে।