করোনাভাইরাস: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বরগুনা-নরসিংদীর ১৯ জন
করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তির পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন নরসিংদী ও বরগুনা জেলার ১৯ ব্যক্তি।
সুস্থ্য হওয়া এই ১৯ জনের মধ্যে নরসিংদীর ১৭ জন যার মধ্যে ১৪ জনই স্বাস্থ্যকর্মী। আর বাকী দুজন বরগুনার। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
শুক্রবার বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দুই ব্যক্তি। তাদের দুজনের বাড়ি সদর উপজেলায়। দুজনের মধ্যে একজনের বয়স ৬২ বছর এবং অন্যজনের বয়স ৩৫ বছর।
সুস্থ হওয়ায় ওই দুই ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের সেবা করা হাসপাতালে চিকিৎসক এবং নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীরা। পরে শুক্রবার দুপুর দুইটার দিকে হাসপাতালের নিজস্ব পরিবহনে করে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়।
বরগুনা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬২ বছরের একজন ঢাকায় থাকা অবস্থায় তাবলিগ জামায়াত থেকে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বরগুনা আসেন। আর ৩৫ বছরের যুবক নারায়ণগঞ্জের কাঁচপুরে কর্মরত থাকা অবস্থায় করোনা ভাইরাসে সংক্রমিত হন। এরপর তিনিও বরগুনা আসেন। এ দুজনকেই গত ১১ এপ্রিল সন্ধ্যায় করোনা ভাইরাসে সংক্রমিত হিসেবে সনাক্ত করা হয়। পরে তাদের বরগুনা জেনারেল হাসপতালের আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হয়।
বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের প্রধান ডা. কামরুল আজাদ বলেন, ''যথাসময়ে চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা পাওয়ায় তারা দুজন দ্রুত সুস্থ হয়েছেন। তারা আরো আগেই সুস্থ্য হয়েছেন। তাদের শেষের রিপোর্টটি আসতে দেরি হওয়ায় আমরা তাদের দেরিতে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়েছি। নয়তো আরো কয়েকদিন আগে তাদের বাড়ি পাঠাতে পারতাম।''
করোনা থেকে সুস্থ হওয়া দুজনের মধ্যে একজন বলেন, আক্রান্ত হওয়ার খবর পেয়ে আমি খুব ভয় পেয়েছিলাম। ভেঁবেছিলাম আর বাঁচবো না। কিন্তু আমিতো বেঁচে গেছি।
তিনি আরো বলেন, ''আমার আক্রান্তের খবর শুনে স্বজনরাই দূরে সরে গিয়েছিলো। যে সব স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুকি নিয়ে আমার সংস্পর্শে এসেছেন, আমাকে চিকিৎসা দেয়ার পাশাপাশি সাহস যুগিয়েছন, তাদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নতুন জীবনে আমি তাদের কাছে ঋণী হয়ে পড়েছি।''
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমত সেবা দেওয়ার। সার্বক্ষণিক তাদের নজরদারিতে রেখেছি। এ সব কারণে আমরা দুজনকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি। তিনি এ কৃতিত্বের পেছনে বরগুনা জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক, টেকনোলজিস্ট, ওয়ার্ড ইনচার্জ এবং নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের অবদান রয়েছে বলে জানান।
নরসিংদীতে সুস্থ হয়েছেন ১৭ জন
নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলেশনে থাকা ১৭ জন ব্যক্তি সুস্থ হয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন।
তাদের সুস্থতার ছাড়পত্র দিয়ে বাড়িতে ফেরার অনুমতি দিয়েছেন জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. এম এন মিজানুর রহমান। ছাড়পত্র পাওয়া ১৭ জনের মধ্যে ১৪ জনই স্বাস্থ্যকর্মী।
অন্তত ১০ দিন আইসোলেশনে থাকা ওই ১৭ ব্যক্তির দুই ধাপে নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট নেগেটিভ আসায় তাদের বাড়িতে ফেরার ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে আরও তিন জন সুস্থ হয়ে বাড়িতে ফেরেন।