কুয়েতে সাজাপ্রাপ্ত এমপি পাপুলের আসন শূন্য ঘোষণা
আলোচিত সাংসদের নৈতিকতা স্খলনের জন্যে এ সিদ্ধান্ত নেওয়ার কথা এক প্রজ্ঞাপনে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়
মানব ও অর্থপাচারের দায়ে কুয়েতে সাজাপ্রাপ্ত বাংলাদেশি আইনপ্রণেতা কাজী শহীদ ইসলাম পাপুলের জাতীয় সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) আলোচিত সাংসদের নৈতিকতা স্খলনের জন্যে এ সিদ্ধান্ত নেওয়ার কথা এক প্রজ্ঞাপনে জানায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
কুয়েতি আদালতে গত ২৮ জানুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী পাপুলের ফৌজদারি অপরাধ প্রমাণিত হয়। এরপর তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হলো।