জেলা ও উপজেলায় পৃথক পরীক্ষার হল নির্মাণ নিয়ে হাইকোর্টের রুল
সারাদেশের জেলা ও উপজেলায় পৃথক পরীক্ষার হল নির্মাণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
শিক্ষা সচিব, গণপূর্ত সচিব, জেলা প্রশাসকসহ বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন হাইকোর্টের আইনজীবী সরদার জাকির হোসেন।
তিনি জানান, পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলে জেলা-উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বছরই বন্ধ থাকে। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে আগস্ট মাসে আমি হাইকোর্টে রিট দায়ের করি। আদালত শুনানি শেষে রুল জারি করেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
এর আগে রিট আবেদনকারী সরদার জাকির হোসেন শিক্ষা সচিব বরাবরে গত ২০ নভেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পরীক্ষা হল নির্মাণের আবেদন করেছিলেন। আবেদনে সাড়া না দেওয়ায় তিনি রিট আবেদন করেন।