ঢাকা-বরিশাল নৌপথে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক
গত বছরের একটি লঞ্চ দুর্ঘটনা মামলায় দুই লঞ্চ মাস্টারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বরিশাল-ঢাকা নৌপথে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন নৌযান শ্রমিকেরা।
আজ সোমবার বেলা ২টার দিকে তারা এই ধর্মঘটের ঘোষণা দেন।
নৌযান শ্রমিকনেতারা জানান, লঞ্চ মাস্টার রুহুল আমিন ও জামাল হোসেনের জামিন না হওয়া পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে।
তাদের বক্তব্য অনুযায়ী, গত বছর শীত মৌসুমে মেঘনায় ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী একই কোম্পানির অ্যাডভেঞ্চার-১ ও অ্যাডভেঞ্চার-৯ নামে দুটি লঞ্চের সংঘর্ষ হয়।
এতে কেউ হতাহত না হলেও লঞ্চ দুটির মাস্টারসহ চারজনের সনদ চার মাসের জন্য জব্দ করা হয়।
আজ ওই মামলায় হাজিরা দিতে গেলে রুহুল আমিন ও জামাল হোসেনকে জেলা কারাগারে পাঠান বিচারক।
নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি শেখ আবুল হাসেম বলেন, "আমরা চাইনি এভাবে ধর্মঘট ডেকে যাত্রীদের ভোগান্তি দিতে। তারপরও বাধ্য হয়েছি।"
এদিকে ধর্মঘট ডাকার পর বরিশাল নদীবন্দরে অবস্থানরত দোতলা লঞ্চগুলোকে সরিয়ে কীর্তনখোলা নদীর পূর্ব পাড়ে নোঙর করানো হয়েছে।
কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান বলেন, দুই মাস্টারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় নৌ শ্রমিকেরা কোনরকম পূর্বঘোষণা ছাড়াই লঞ্চ চালানো বন্ধ করে দিয়েছেন।
তিনি আরও জানান যে, এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে এবং শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।