দেশের আরো তিনটি হাসপাতাল করোনা রোগীর জন্য প্রস্তুত হচ্ছে
বর্তমানে রাজধানী ঢাকায় নির্ধারিত ১২টি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে দেশে সংক্রমণের হার বাড়ায় রোগীর সংখ্যাও বাড়ছে। বিদ্যমান সক্ষমতায় বাড়তি রোগীর চাপ নেওয়াটা এখন হাসপাতালের অবকাঠামো এবং দায়িত্বরত ডাক্তার-নার্সের সংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তাই এসব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এখন হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে।
এর ধারাবাহিকতায় দেশের আরও তিনটি হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী কয়েকদিনের মধ্যেই এসব হাসপাতালে করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া শুরু হবে বলেও জানানো হয়।
এদিকে রাজধানীতে করোনা চিকিৎসা দেওয়া বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশে সংক্রমণের হার বাড়ায় হাসপাতালগুলোয় এখন শয্যা সঙ্কট তৈরি হয়েছে। বাড়তি চাপ মোকাবেলা করে রোগীর ভিড় সামলাতে হচ্ছে কর্তব্যরত ডাক্তার-নার্সদের। এই অবস্থায় অচিরেই বাড়তি সক্ষমতা যুক্ত করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যখাত বিশেষজ্ঞরা।
শুক্রবার (০৮ মে) পর্যন্ত এসব হাসপাতালে প্রায় ১৬শ' রোগী চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, দুই একদিনের মধ্যে হলি ফ্যামিলি হাসপাতালেও কোভিড-১৯ এ আক্রান্তদের চিকিৎসায় দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরপরপরই বসুন্ধরায় ২ হাজার ও মহাখালীর ডিএনসি মার্কেটের ১ হাজার ৫০০ শয্যার হাসপাতাল চালু হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল শাখা) আমিরুল হাসান জানান, আরো কিছু হাসপাতাল চালু করতে যাচ্ছি। হলি ফ্যামিলির একটা যেটা ৫শ' বেডের, দুই একদির মধ্যে চালু হবে। আবার বসুন্ধরায় আমাদের ২ হাজার বেডের চালু হবে। তারপর ডিএনসি মার্কেটে ১৫শ' বেড চালু হবে।