বন্দরে রফতানি পণ্য বোঝাইয়ের ক্রেন ছিঁড়ে লরিতে
চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনারবাহী জাহাজে রপ্তানি পণ্য জাহাজীকরণের (কন্টেইনার বোঝাই) সময় ওই জাহাজের গিয়ারের ক্রেন ছিঁড়ে দুর্ঘটনার কবলে পড়ে। বুধবার সকাল সোয়া আটটার দিকে চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে 'এমভি মাউন্ট কেলেট' নামক জাহাজে এই দুর্ঘটনা ঘটে। গিয়ার ক্রেনটি ছিঁড়ে জেটিতে থাকা লরির উপর গিয়ে পড়ে।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ 'এমভি মাউন্ট কেলেট' বন্দরের ১৩ নম্বর জেটিতে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বোঝাই করছিলো। বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এমভি মাউন্ট কেলেট' জাহাজের ক্রেনটি জেটিতে থাকা একটি লরির উপর পড়ে। লরির উপর রাখা কন্টেইনার কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও জাহাজের ক্ষয়ক্ষতি হয়নি। সবকিছু স্বাভাবিক হলে জাহাজটি আজকের (বুধবার) মধ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে।