মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, ছাত্রদের দাবির মুখে পুলিশ সদস্যকে জরিমানা
রাজধানীর রামপুরা ব্রিজে আজ একটি পুলিশের গাড়িকে জরিমানা করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে গাড়িটিকে থামিয়ে চালকের লাইসেন্স পরীক্ষা করে দেখে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে।
আন্দোলনকারীদের চাপের মুখে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সেই পুলিশ সদস্য চালককে ৫ হাজার টাকা জরিমানা করেন। গাড়িটির কোনো রেজিস্ট্রেশন প্লেটও ছিল না।
খিলগাঁও জোনের এডিসি নুরুল আমিন জরিমানার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের জন্য চালকের বিরুদ্ধে মামলা দায়ের হলে, আধা ঘন্টা পর শিক্ষার্থীরা গাড়িটি ছেড়ে দেয়।
উল্লেখ্য, সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর সপ্তাহজুড়ে চলমান আন্দোলনে আজও রাজধানীর পথে নেমেছেন শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টার দিকে পুলিশি বাধা স্বত্বেও শিক্ষার্থীরা রাস্তায় জড়ো হন। পুলিশ নানাভাবে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলেও ১১ দফা দাবি আদায়ে নিজেদের অনড় অবস্থানের কথা জানান শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদেরকে বিভিন্ন যানবাহনের কাগজ, লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায়। লাইসেন্স না পেলে গাড়িগুলোতে স্প্রে ছিটিয়ে চিহ্নিত করে দিচ্ছেন তারা।