যুব উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কা স্মারকলিপি স্বাক্ষর
দুই দেশের যুব উন্নয়নের লক্ষ্যে শনিবার পারস্পরিক সমঝোতা স্মারকলিপি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরকার।
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং শ্রীলঙ্কার গ্রামীণ আবাসন ও নির্মাণ মন্ত্রী ইন্দিকা অনুরুদ্ধ নিজ নিজ দেশের পক্ষে এই যুব উন্নয়ন সহযোগিতা চুক্তি সাক্ষর করেন।
এই অনুষ্ঠানে আরও ৫ টি সমঝোতা চুক্তি স্বাক্ষর ও নবায়ন করা হয়।
এর আগে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে প্রতিনিধিত্ব করেন এ সফরের নেতৃত্বে থাকা মাহিন্দা রাজাপাকশে।
আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরুর আগে দুই নেতা একান্ত গোপন বৈঠকে বসেন।
প্রধানমন্ত্রী আগমনের পূর্বে টাইগার গেটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বরণ করে নেয় বাংলাদেশ পক্ষের প্রতিনিধিরা।
পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজাপাকশে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা দেখেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে বাংলাদেশে আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।