রাজধানীতে চলন্ত বাসে হয়রানির শিকার টিবিএসের নারী সাংবাদিক
রাজধানীর রামপুরায় চলন্ত বাসে কন্ডাক্টরের হাতে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক রাফিয়া তামান্না। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তরঙ্গ প্লাস বাসে ঘটা এই ঘটনায় তিনি আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।
হয়রানির শিকার রাফিয়া তামান্না (২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় রামপুরা থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। সেই অভিযোগ পত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে এসেছে।
অভিযোগ অনুযায়ী, ওই নারী সাংবাদিক সন্ধ্যা ৭টার দিকে তরঙ্গ প্লাস বাসে উঠেন। এসময় শিক্ষার্থী হিসেবে তিনি হাফ পাস চাইলে বাসের কন্ডাক্টর উল্টাপাল্টা ও ইঙ্গিতপূর্ণ কথা বলতে শুরু করে।
ডি-ব্লক বাসস্ট্যান্ডে তিনি নামার আগে কন্ডাক্টরকে দেখানোর জন্য স্টুডেন্ট আইডি কার্ড বের করেন। সে সময় ওই কন্ডাক্টর এরপর তাকে কোনোদিন বাসে দেখলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার হুমকি দেয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে রাফিয়া জানান, "বাকবিতন্ডার এক পর্যায়ে ওই লোক আমাকে থাপ্পড়, ঘুষি ও লাথি মারতে শুরু করে। আমাকে বাস থেকে ফেলে দিতেও উদ্যত হয়। সে সময় ড্রাইভার এসে বাধা দিয়ে তাকে সরিয়ে নেয়।"
এ ঘটনায় রাফিয়া আহত হন। নাকেমুখে রক্ত নিয়েই তিনি সোজা রামপুরা থানায় গিয়ে সাধারণ ডায়েরি দায়ের করেন।
এ বিষয়ে রামপুরা থানার ওসি মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "জিডির কপি হাতে পাওয়ার পর আমরা অভিযুক্ত কণ্ডাক্টরকে থানায় নিয়ে আসি।"
"আইন অনুযায়ী ওই কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে," বলেন তিনি।