লকডাউন বাস্তবায়নে এবার সেনা মোতায়েন
আগামীকাল (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া সাতদিনের কঠোর লকডাউনে পুলিশ-বিজিবির সঙ্গে লকডাউন বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনীও।
বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ ২১টি শর্ত যুক্ত করে লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার' বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে।
জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।
এর আগে, গত ২৮ জুন (সোমবার) মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রাস্তায় নামবেন।
তিনি আরও জানান, এ সময়ে কোনো মুভমেন্ট পাস কার্যকর হবে না।