লকডাউন শিথিলে প্রজ্ঞাপন জারি করেছে সরকার
দেশব্যাপী করোনা ভাইরাস রোধে আরোপিত কঠোর লকডাউন শিথিল করতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন নির্দেশনায়, আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে শুরু করে ২৩ জুলাই সকাল ৬.০০ টা পর্যন্ত চলাচল ও বিধি-নিষেধ শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে।
ঈদুল আযহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ-পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এই নির্দেশনা প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তবে, ২৩ জুলাই সকাল ৬.০০টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২.০০টা পর্যন্ত পুনরায় কঠোর লকডাউনের বিধি-নিষেধ আরোপিত হবে।
লকডাউন শিথিল করা হলেও সর্বাবস্থায় জনগণকে সতর্ক থাকতে এবং মাস্ক পরিধানসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।