সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে চলন্ত গাড়ির চাকা খুলে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই ব্যক্তির নাম জাকের আলী (২২) ও আব্দুল হান্নান (৩০)। জাকেরের বাড়ি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামে এবং হান্নানের বাড়ি জুড়ি উপজেলায়। তারা দুজনেই শ্রমিক ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন।
দুর্ঘটনায় নিহত জাকেরের চাচাতো ভাই জসিম মিয়া জানান, জাকের বছর দেড় বছর আগে সৌদি আরবে যান। জাকের ও হান্নানের মৃত্যুর বিষয়টি অন্য প্রবাসীদের মাধ্যমে জানতে পেরেছেন তারা।