২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন। এবারের বাজেট ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট উত্থাপন বক্তব্য শুরু করেন।
করোনাভাইরাসের কারণে সংকটময় পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে এবারের বাজেটের শিরোনাম 'অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা'।
বর্তমান সরকার ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উপস্থাপনায় এটি দ্বিতীয় বাজেট।
দেশের ৪৯তম ও আওয়ামী লীগের ২১তম এই বাজেটে অর্থনীতির ওপর করোনাভাইরাস মহামারির আঘাত কাটিয়ে ওঠার দিকে নজর বাংলাদেশের।
বাজেট উপস্থাপন বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রথম নিজে উপস্থাপন করেন। এরপর ডিজিটাল পদ্ধতিতে বাজেট উপস্থাপন শুরু হয়।
সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ড ও খরচ বৃদ্ধির চাপের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) সামনে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।
তা সত্ত্বেও ৮.২ শতাংশ জিডিপি অর্জনের প্রত্যাশা করছে সরকার।
মানিটারি ফান্ড, বিশ্বব্যাংক, এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ধারণা, আসন্ন অর্থবছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমবে।
অন্যদিকে, দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানগুলোর দাবি, কোভিড-১৯-এর আঘাত থেকে দেশের অর্থনীতির ঘুরে দাঁড়াতে সময় লেগে যাবে দুই থেকে তিন বছর।