চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনে ইউএস কোস্টগার্ডের প্রতিনিধি দল
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনে এসেছে ইউএস কোস্টগার্ডের (ইউএসসিজি) ৫ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোডের শর্ত অনুযায়ী বন্দরের সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করছেন।
প্রতিনিধি দল সোমবার (১ আগস্ট) পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি অফিসারদের (পিএফএসও) সাথে বৈঠক করেছে। এতে রপ্তানি পণ্যের নিরাপত্তা পরীক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আজ (২ আগস্ট) পোর্ট ফ্যাসিলিটিজ সম্পর্কিত কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শনের কথা রয়েছে।
যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম বন্দর দিয়ে পোষাক রপ্তানি হয় তাই মার্কিন প্রতিনিধি দল রপ্তানি পণ্যের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। এছাড়া আইএসপিএস কোড বাস্তবায়নে ভবিষ্যতে আরো কী উদ্যোগ নেওয়া যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।
এ সময় মার্কিন প্রতিনিধিদলকে আশ্বস্ত করা হয়েছে, রপ্তানি পণ্য পরীক্ষার জন্য বন্দরে স্ক্যানিং মেশিন বসানো হবে। এতে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক টিবিএসকে বলেন, প্রতিনিধিদল পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি অফিসারদের (পিএফএসও) সাথে সোমবার বৈঠক করে। রপ্তানি পণ্যের স্ক্যানার সংগ্রহে ইতোমধ্যে টেন্ডার হয়েছে। শীঘ্রই সেগুলো বন্দরে চলে আসবে।
ইউএসসিজি টিম এর আগে ছয়বার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে। সর্বশেষ সফর ছিল গত জুনে। পরিদর্শনকালে প্রতিনিধি দল সমগ্র বন্দর এলাকা সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় আনা এবং বন্দরের অভ্যন্তরে ট্রাফিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাসহ একাধিক নির্দেশনা দেয়।
বর্তমানে চট্টগ্রাম বন্দরের ১২টি গেটের মধ্যে মাত্র ৬টি গেটে স্ক্যানার মেশিন রয়েছে। ফলে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হওয়া কোন পণ্যের স্ক্যানিং হয় না।
ইউএস কোস্টগার্ডের প্রতিনিধিদলের এই সফরকে কেন্দ্র করে দুই সদস্যের একটি অগ্রবর্তী দল গত ২১ ও ২২ জুন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনে এসেছিল।