মারা গেছেন পুরনো গাড়ির সংগ্রাহক হাবিবুর রহমান সানি
ভিনটেজ গাড়ির সংগ্রাহক হাবিবুর রহমান সানি আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
১৯৫১ সালের ১৭ জুলাই জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান সানি। অ্যান্টিক এবং ভিনটেজ গাড়ির সংগ্রাহক সানি অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে।
মৃত্যুকালে স্ত্রী ডনিরা রহমান, দুই সন্তান সাদী রহমান ও সাবাহ রহমান, পুত্রবধূ তাসমিয়া চৌধুরী, জামাতা আহসান জেড খান, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সানি।
জোহরের নামাজের পর বায়তুল মোবারক জামে মসজিদে (বাংলা মোটর) তার নামাজে জানাজা এবং আসরের নামাজের পর গুলশান সোসাইটি জামে মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বনানী কবরস্থানে হাবিবুর রহমান সানিকে চিরনিদ্রায় শায়িত করা হবে।