একদিনে সর্বোচ্চ ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯০০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে সর্বোচ্চ।
এছাড়া এ সময়ে ডেঙ্গু জ্বরে তিন জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৬ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৮৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) তথ্য অনুসারে, নতুন রোগীদের মধ্যে ৫২৮ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩৭২ জন শহরের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ দুপুরে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলেন, 'প্রত্যেক জেলায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সাথে যৌথভাবে কাজ করছি যেন খুব শিগগিরই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।
'যেসব এলাকায় মশা বেশি সেসব এলাকায় স্থানীয় প্রশাসনকে কাজ করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করে যাবো।'
বর্তমানে রাজধানীতে ২,১৪৮ জন ও রাজধানীর বাইরে ১,০৭৯ জনসহ মোট ৩,২২৭ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত ২১ জুন দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর এখন পর্যন্ত ৯৯ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত ২৬,৯৩৮ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ও ২৩,৬১২ জনের সেরে ওঠার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।