পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ৫ হাজার গ্রেপ্তার
দেশব্যাপী ১৫ দিনের বিশেষ অভিযানে মঙ্গলবার (৬ ডিসেম্বর) পর্যন্ত পুলিশ সারাদেশে প্রায় ৫ হাজার জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সদর দপ্তর সূত্র এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছে এ তথ্য।
এদিকে, বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার করেছে ১,০১২ জনকে।
পুলিশ হেডকোয়ার্টার্সের (পিএইচকিউ) নির্দেশে চলমান ১৫ দিনের বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার ফারুক হোসেন অভিযানের এসব তথ্য গণমাধ্যমকে জানান।
পুলিশ বলছে, বিজয় দিবসসহ ডিসেম্বরে বেশকিছু গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্যানুসারে, সোমবার পর্যন্ত মোট ৩ হাজার ৮৯৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে, এক হাজারেরও বেশি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, বিএনপির দাবি, ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির শেষ বিভাগীয় সমাবেশ বানচাল করার জন্যই সরকারের নির্দেশে এ অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী।
পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিএনপির সমাবেশের অজুহাতে কেউ যাতে কোনো 'সুযোগ' নিতে না পারে, সেজন্য হেডকোয়ার্টার্সের নির্দেশনা পাওয়ার পরপরই অভিযান শুরু করে পুলিশ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মনজুর রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের আগে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এই নির্দেশনা জারি করা হয়েছে।
"নির্দিষ্ট কোনো হুমকি নেই... এটি আমাদের রুটিন অপারেশনের অংশ," যোগ করেন তিনি।
এর আগে, ১ ডিসেম্বর পুলিশের সহকারী মহাপরিদর্শক মঞ্জুর রহমান বলেছিলেন, নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হাসানুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম কোর্ট) পুলিশের হেফাজত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের সাম্প্রতিক ঘটনা বিবেচনায় নেওয়ার পাশাপাশি বিজয় দিবস, ক্রিসমাস এবং নববর্ষের প্রাক্কালে নিরাপদ ও নিরবচ্ছিন্ন উদযাপন নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।