পদত্যাগ করে আবার মনোনয়ন ফরম কিনলেন বিএনপির নেতা সাত্তার!
সম্প্রতি দলের হাইকমান্ডের সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিএনপির বর্ষীয়ান নেতা আব্দুস সাত্তার ভূঁইয়া। এরপর গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও পদত্যাগ করেন সাবেক পাঁচবারের এই সংসদ সদস্য। দল থেকে সরে দাঁড়ানোর পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে লড়বেন বলে জোর গুঞ্জন ছিল, তাই এবার হতে চলেছে। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপ-নির্বাচনে লড়তে মনোনয়ন ফরম কিনেছেন আব্দুস সাত্তার ভূঁইয়া। রোববার (১ জানুয়ারি) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আব্দুস সাত্তারের পক্ষে তার নিকট আত্মীয় সাদ মোহাম্মদ রশিদ মনোনয়ন ফরমটি কিনেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, বিকেলে আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে সাদ মোহাম্মদ রশিদ সাড়ে ৮ হাজার টাকার চালান জমা দিয়ে নির্বচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়ন ফরম কিনেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুস সাত্তার ভূঁইয়ার মুঠোফোনে কল করলে তার ছেলে মাইনুল হাসান তুষার রিসিভ করেন। তিনি বলেন, 'বাবার পক্ষে একজন মনোনয়ন ফরম কিনেছেন বলে শুনেছি। তবে বাবা নির্বাচন করবেন কিনা এখনও চূড়ান্ত হয়নি। আমরা পরিবারের লোকজন বসে আলোচনা করে সিদ্ধান্ত নিব'।
আব্দুস সাত্তার ভূঁইয়া সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।