মুগদা থেকে মালিবাগ পর্যন্ত চলছে বিএনপির পদযাত্রা কর্মসূচি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা বলেছেন, সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার কোনো ভোটার পাওয়া যাচ্ছে না,খরব পাওয়া গেছে ভোট কেন্দ্রে কুকুর ঘুমাচ্ছে।
'সকাল থেকে পুলিশ মাইকিং করছে জনগণকে ভোট কেন্দ্রে আসার জন্য, আমার জীবনেও এরকম ভোট দেখি নাই। জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ বুঝে গেছে তাদের পতন, ইতোমধ্যে তারা পতনের আওয়াজ পেয়ে গেছে'।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি পূর্বে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের দিকে কমলাপুর স্টেডিয়ামের সামনে এ পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আজ এ কর্মসূচির চতুর্থ দিন। আগের দিন মঙ্গলবার গাবতলী থেকে মিরপুর পর্যন্ত কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।
পদযাত্রা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর মালিবাগ অভিমুখে রয়েছেন দলটির নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই পদযাত্রা কর্মসূচির শুরুতে মির্জা আব্বাস বলেন,"আমরা জনগণের দাবি নিয়ে কথা বলছি এবং জনগণের দাবি নিয়ে কথা বলব, জনগণ আজকে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি কমানোর দাবি জানায়।
তিনি বলেন, আমাদের পদযাত্রা আওয়ামী লীগের জন্যেই মরণযাত্রা, এই পদযাত্রার মধ্য দিয়ে আওয়ামী লীগ পতন শুরু হয়ে গেছে। এই দানব সরকারের পতনই আমাদের একমাত্র লক্ষ্য।
মির্জা আব্বাস আরো বলেন, এক সময় আওয়ামী-জামায়াত মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছে, এখন তাদের মুখের কোনো দাম নাই।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, 'এখন আমাদের একমাত্রা চাওয়া এই সরকারের পদত্যাগ। এক মাসের মধ্যে দুই বার বিদ্যুৎতের দাম বাড়িয়েছে, আজকের দেশের মানুষের পেটে ভাত নাই।'
তিনি বলেন, ওবায়দুল কাদের ভুয়া, তার দলও ভুয়া, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন আর বাংলাদেশের মাটিতে হবে না।
বিএনপির কর্মসূচি ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
গত মাসের ২৮, ৩০, ৩১ তারিখ ও ১ ফেব্রুয়ারিতে রাজধানীতে চারদিনের পদযাত্রা কর্মসূচির ঘোষণা করে বিএনপি।
ইতিমধ্যে রাজধানীর তিনটি স্থানে- বাড্ডা থেকে মালিবাগ, শ্যামপুর থেকে যাত্রাবাড়ী এবং গাবতলী থেকে মিরপুর-১০ পর্যন্ত সরকারবিরোধী এ কর্মসূচি পালন করেছে দলটি।