চট্টগ্রাম বন্দর: জানুয়ারিতে কমেছে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং ক্রমাগত কমছে। বছরের প্রথম মাস জানুয়ারিতেও কমেছে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা। তবে জানুয়ারিতে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং কমলেও বেড়েছে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ।
চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারি মাসে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হয় ৮৭,৯৮৪ টিইইউস (টুয়েন্টি ফুট ইকুয়েভিলেন্ট ইউনিট)। জানুয়ারি মাসে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হয় ৬২,৭২৭ টিইইউস।
২০২২ সালের ডিসেম্বরে আমদানি হয় ৮৯,৪৫৯ টিইইউস এবং রপ্তানি হয় ৬১,৫২৯ টিইইউস কন্টেইনার। গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে আমদানি কমে ১,৪৭৫ টিইইউস। তবে জানুয়ারিতে আমদানি কমলেও রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ১,১৯৮ টিইইউস।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারিতে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হয় ১,৩১,৫২৫ টিইইউস। রপ্তানি হয় ৭৩,৫৪২ টিইইউস। ২০২২ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৩ সালের জানুয়ারিতে আমদানি কমেছে ৪৩,৫৪২ টিইইউস। একই সময়ে রপ্তানি কমেছে ১০,৮১৫ টিইইউস।
চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাণিজ্যে মন্দা পরিস্থিতি বিরাজ করছে। ডলার সংকটের কারণে পণ্য আমদানি সীমিত করে সরকার। এর ফলে ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে ক্রমাগত কমতে থাকে আমদানি। একই অবস্থা পৃথিবীর অন্যান্য বন্দরেও।
ব্যবসায়ীরা জানান, চলতি ২০২৩ সালের জানুয়ারিতেও আমদানি কমার ধারাবাহিকতা রয়েছে। এটি দেশের অর্থনীতির জন্য নেতিবাচক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট থেকে সহসা পরিত্রাণ নেই।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম টিবিএসকে বলেন, "চাহিদা অনুযায়ী এলসি দিতে পারছেনা ব্যাংকগুলো। ফলে আমদানির পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। এর প্রভাব পড়েছে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ে।"
উল্লেখ্য, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে। দেশের বন্দরগুলো দিয়ে পরিবহনকৃত পণ্যবাহী কনটেইনারের ৯৮ শতাংশই এই সমুদ্রবন্দর দিয়ে পরিবহন হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানিকৃত পণ্যের প্রায় ২৫ শতাংশ কনটেইনারে পরিবহন করা হয়।
বন্দরের তথ্যমতে, ২০২২ সালে চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩১,৩৩,০২০ টিইইউস কন্টেইনার। ২০২১ সালে হয়েছিল ৩২,১৪,৫৪৮ টিইইউস।