মার্চের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমলো
বেসরকারি অপারেটরদের সরবরাকৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম মার্চ মাসের জন্য ৭৬ টাকা কমিয়ে ১,৪২২ টাকা করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম প্রতি কেজিতে কমিয়ে ১১৮.৫৪ টাকা করেছে।
বিইআরসি'র সার্কুলার অনুযায়ী, এ দাম আজ (২ মার্চ) থেকে কার্যকর হবে।
তবে সরকারের সরবরাহ করা এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে।
এর আগে দুই মাস ধরে দাম কমার পরে গত ৩ ফেব্রুয়ারি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৬২ টাকা বেড়ে যায়। ওই সময় প্রতি কেজিতে প্রায় পাঁচ টাকা দাম বেড়েছিল।
ফলে, বেসরকারি অপারেটরদের সরবরাহ করা ১২ কেজির সিলিন্ডারের দাম জানুয়ারির দামের চেয়ে ৬২ টাকা বেড়ে ১,২৪০ টাকায় পৌঁছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকার জন্য সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে বিইআরসি।
এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের সৌদি কনট্রাক্টের দাম প্রতি টন ৭৩৩ মার্কিন ডলার বিবেচনায় নিয়ে কমিশন এ দাম সমন্বয় করেছে।
তবে রেটিকুলেটেড এলপিজির দাম মার্চের জন্য প্রতি কেজি ১১৫.৩১ টাকায় স্থির রয়েছে।