ঢাকা-১৭ উপনির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম
বৃহস্পতিবার (২২ জুন) অনুষ্ঠিত আপিল শুনানিতে আসন্ন ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রশিদুল হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি আরও ঘোষণা করেছে, তাদের মনোনয়নের বৈধতা নিশ্চিত করে ২৫ জুন আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।
অন্যদিকে, তরিকুল ইসলাম ভূঁইয়া ও শেখ আসাদুজ্জামান জালালের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
গত ১৮ জুন হিরো আলমসহ আট প্রার্থীর মনোনয়ন বাতিল করে ইসি।
সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কয়েকদিন পর ইসিতে আপিল করেন হিরো আলম।
এর আগে গত ৪ জুন ঢাকায় কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন হিরো আলম।
চলতি বছরের ১৫ মে চলচ্চিত্র অভিনেতা ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়।
তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন এবং এর পরদিনই প্রতীক বরাদ্দ করা হবে।
১৭ জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন।