২৪ ঘণ্টার মধ্যে কুরবানীর বর্জ্য অপসারণ হবে: মেয়র তাপস
ঢাকা শহরে কুরবানীর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।
জাতীয় ঈদগায়ে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আপনারা জানেন কুরবানীর বর্জ্য অপসারণ নিয়ে আমাদের দুই সিটি কর্পোরেশনেরই ব্যাপক কর্মযজ্ঞ থাকে। আমরা প্রস্তুত আছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে পারব।"
"আমাদের প্রায় সাড়ে তিনশ যানবাহন আছে। এছাড়া আমরা আরো কিছু সংস্থা থেকে গাড়ি ও যন্ত্রপাতি এনেছি। এর বাইরে আমাদের প্রায় দশ হাজার জনবল নিয়োজিত থাকবে," বলেন তিনি।
মেয়র তাপস আরো জানান, "কেন্দ্রীয় নিয়ন্ত্রণ পক্ষ থেকে ইতোমধ্যেই নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। আগের মতো এবারও আমরা ২৪ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করবো।"
তিনি আরও বলেন, "আগামীকাল যারা কোরবানি দিবে তাদের বর্জ্যও আমরা একইভাবে নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করবো। তবে আমি সবাইকে অনুরোধ করব যেন দুই দিনের মধ্যেই পশু জবাইয়ের কাজ সম্পন্ন হয়। তৃতীয় দিনে যেন না নেওয়া হয়।"
মেয়র আতিকুল বলেন, "আগে ঢাকায় বৃষ্টি হলে মানুষ আটকা পড়তো। কিন্তু এখন পানি নেমে যায়, আটকে থাকছে না। বর্জ্য অপসারণে সব থেকে বেশি সাহায্য দরকার এলাকাবাসীর। যত্রতত্র ময়লা যেন না ফেলে রাখা হয়। আমরা সবাইকে বায়োডিগ্রেডেবল পলিথিন দিয়েছি। এতে করে নির্দিষ্ট স্থানে আপনারা বর্জ্য ফেলে দেবেন।"
"আমাদের প্রায় ১১ হাজার শ্রমিক কাজ করছে। এবং আমি সবাইকে অনুরোধ করব শ্রমিক ভাই বোনদের যেন সাহায্য করে,"
"আজকে কোরবানির দিয়ে অনেকেই বাড়ি চলে যাবে। যেহেতু এডিস মশার প্রকোপ চলছে, তাই আমি অনুরোধ করব যেসব পাত্রে পানি জমে তা যেন উল্টিয়ে রাখা হয়,"
"সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা আমরা মাঠে থাকবো। কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কেউ সেখানে যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করলে আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নেব," আশ্বস্ত করেন তিনি।