২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং কমেছে ২ লাখ ৪৮ হাজার টিইইউ
প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে ২০২২-২৩ অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় কন্টেইনার হ্যান্ডলিং কমেছে ২ লাখ ৪৮ হাজার ১৪ টিইইউ।
২০২১-২০২২ অর্থবছর থেকে আড়াই লাখ টিইইউএস কম হ্যান্ডলিং হলেও চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে থ্রি-মিলিয়ন অবস্থান ধরে রেখেছে।
এবার ২০২২-২০২৩ অর্থ বছরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩০ লাখ ৭ হাজার ৩৪৪ টিউএস। যা গত অর্থ বছর থেকে ২ লাখ ৪৮ হাজার ১৪ টিউএস কম।
২০২১-২০২২ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮ টিইইউ।
এর আরও আগে ২০২০-২০২১ অর্থবছরে দেশের প্রধান এ সমুদ্রবন্দরে ৩০ লাখ ৯৭ হাজার ২৩৬ টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং হয়।
তবে ২০২২-২৩ অর্থ বছরে কার্গো হ্যান্ডলিং বেড়েছে ১ লাখ সাড়ে ২২ হাজার মেট্রিক টন।
চট্টগ্রাম বন্দরের তথ্য মতে, ২০২২-২০২৩ অর্থ বছরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৮২ লাখ ৯৬ হাজার ৭৪৩ মেট্রিক টন।
আগের ২০২১-২০২২ অর্থবছরে এ বন্দরে ১১ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ১৬০ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এবার কার্গো হ্যান্ডলিং বেড়েছে ১ লাখ সাড়ে ২২ হাজার মেট্রিক টন।
এবার চট্টগ্রাম বন্দরের জাহাজ ভিড়েছে ৪ হাজার ২৫৩টি। আগের ২০২১-২০২২ বছর জাহাজের সংখ্যা ছিল ৪ হাজার ২৩১। অর্থাৎ এবার জাহাজ বেড়েছে ২২টি।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, "বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং থ্রি-মিলিয়ন ধারা অব্যাহত রয়েছে। জাহাজ আাসার সংখ্যাও বেড়েছে। এছাড়া কার্গো হ্যান্ডলিং বেড়েছে। চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল কমেছে। দ্রুত বার্থিং পাচ্ছে এবং বন্দর ত্যাগ করছে। নতুন ইক্যুইপমেন্ট যুক্ত হয়েছে এবং সক্ষমতা বাড়ায় বন্দরে জাহাজ আসার সংখ্যা বেড়েছে। ভবিষ্যতেও এ অগ্রগতি ধরে রাখতে চাই।"