আ.লীগের কাণ্ড দেখে মনে হচ্ছে তারা বিএনপির শরিক দল: চট্টগ্রাম বিএনপি
বিএনপি নেতারা আজ বলেছেন, আওয়ামী লীগ বিএনপির শরিক দলের মতো আচরণ করছে।
সোমবার (৩১ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, 'বিএনপি কোনো কর্মসূচি দিলে আওয়ামী লীগ ঠিক একই সময়ে বারবার প্যারালাল কর্মসূচি দিচ্ছে। বিএনপি তারিখ, সময় ও স্থান পেছালে তারাও একই কাজ করছে। তাদের দেউলিয়াপনা দেখে মনে হচ্ছে তারা বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক।'
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি। সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের দলীয় কার্যালয় নছিমন ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাহবুবের রহমান শামীম বলেন, 'বিগত কয়েক মাস ধরে বিএনপি যে নিয়মতান্ত্রিক কর্মসূচি দিচ্ছে, আওয়ামী লীগ কোনো না কোনোভাবে সেগুলোর কাউন্টার কর্মসূচি দিচ্ছে। যেনতেনভাবে দেশের ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা শেখ হাসিনাকে বেসামাল করে দিয়েছে।'
বিকেল ৩টায় সমাবেশ শুরুর আগেই কয়েক হাজার নেতাকর্মী কাজীর দেউড়ী নুর আহমেদ সড়কে অবস্থান নেন। সমাবেশ শুরুর পর সাড়ে ৩টার দিকে নগরীতে বৃষ্টি শুরু হলেও বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ থেকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, 'ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে সরকার গ্রেপ্তারের নাটক করেছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। সরকারকে বিদায় জানানোর জন্য সারাদেশের মানুষ প্রস্তুত হয়ে আছে।'
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।