স্থানীয়ভাবে তৈরি হুন্দাই তুসনের দাম কমলো সাড়ে ১০ লাখ টাকা
স্থানীয়ভাবে উৎপাদন হওয়ায় উল্লেখযোগ্যভাবে দাম কমেছে জনপ্রিয় স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) হুন্দাই তুসনের। এখন সাড়ে ১০ লক্ষ টাকা কমে সাড়ে ৫৩ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে গাড়িটি।
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক পার্কে জনপ্রিয় এই এসইউভি উৎপাদন করছে বাংলাদেশে হুন্দাই গাড়ির প্রস্তুতকারক ও পরিবেশক ফেয়ার টেকনোলজি।
ফেয়ার টেকনোলজি তুসনের স্থানীয় পেইন্টিং এবং ডিপ অ্যাসেম্বলিং শুরু করার আগে আমদানি করা তুসনের দাম ছিল ৬৪ লাখ টাকা।
এই বছরের শুরুর দিকে ফেয়ার টেকনোলজি তাদের অত্যাধুনিক পেইন্টিং এবং অ্যাসেম্বলিং সুবিধার উদ্বোধন করে। তুসনের আগে হুন্দাই এর এসইউভি ক্রেটা এবং সাত-সিটার ক্রেটা গ্র্যান্ড স্থানীয়করণের প্রচেষ্টা বিস্তৃত করে তারা।
রাজধানীর একটি ফ্ল্যাগশিপ হুন্দাই আউটলেটে সোমবার অনুষ্ঠিত লঞ্চ ইভেন্টে বক্তৃতায় ফেয়ার টেকনোলজির পরিচালক এবং সিইও মুতাসিম দাইয়ান বলেছেন, "বাজারে মুদ্রাস্ফীতি চলছে, কিন্তু আমরা তুসনের দাম কমিয়ে আনছি। এটি কেবল স্থানীয় উৎপাদনের প্রতি হুন্দাইয়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রদর্শন নয়, বরং গ্রাহকদের প্রতি আমাদের ডেডিকেশনেরও প্রতিফলন।"
১.৬-লিটার টার্বো ইঞ্জিন সমৃদ্ধ তুসন এসইউভি বর্তমানে ৫ বছরের ওয়ারেন্টি/১,০০,০০০ কিলোমিটার এবং ১০ বার (৫ বছরের মধ্যে) বিনামূল্যে সার্ভিসের একটি আকর্ষণীয় প্যাকেজে বাজারে ছাড়া হচ্ছে। এছাড়া, ক্রেতারা তিন বছরের মধ্যে বা ৪০,০০০ কিলোমিটারের মধ্যে ক্রয়মূল্যের ৭০% পর্যন্ত নিশ্চিত পুনঃক্রয় সুবিধা নিতে পারবেন।
ফেয়ার টেকনোলজির সিইও'র মতে, মূল্য হ্রাস, ওয়ারেন্টি ও পুনঃক্রয় সুবিধা বাংলাদেশে তুসনের চাহিদা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবির, ফেয়ার টেকনোলজি হেড অব সেলস আবু নাসের মাহমুদ, ম্যানেজার-সেলস অপারেশনস আতাউর রহমান এবং প্রোডাক্ট ম্যানেজার রুবাইয়াত উদ্দিন লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের পর একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আধুনিক নিরাপত্তা এবং ইলেকট্রনিক ফিচার সমৃদ্ধ তুসনের রয়েছে ১২-১৪ কিলোমিটার ফুয়েল এফিশিয়েন্সি। ফেয়ার টেকনোলজির কর্মকর্তারা বলেছেন, গ্রাহকরা পাঁচটি অংশীদার ব্যাংক থেকে কার লোনও নিতে পারবেন।
এ বছরের প্রথম সাড়ে নয় মাসের মধ্যে ১,৫০০টিরও বেশি হুন্দাই গাড়ি সফলভাবে বিক্রি করেছে ফেয়ার টেকনোলজি।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৪,০০০ সেডান ও এসইউভি'র নিবন্ধন রেকর্ড করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।