শহরের পাশাপাশি গ্রামেও সাবলেট থাকার হার বেড়েছে
২০২৩ সালে গ্রামে সাবলেট থেকেছে ৩.৪৮ শতাংশ মানুষ, ২০২২ সালে যা ছিলে ২.৫২ শতাংশ।
রোববার (২৪ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩: গুরুত্বপূর্ণ ফলাফল' প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
বিবিএসের তথ্য বলছে, সারা দেশেই সাবলেট থাকা মানুষের হার বেড়েছে। ২০২৩ সালে দেশে ৪.১ শতাংশ মানুষ সাবলেট থেকেছে, এর আগের বছর যা ছিল ৩.৩ শতাংশ।
পরিসংখ্যানে উঠে এসেছে, বর্তমানে শহরে সাবলেট থাকার হার ৬ শতাংশ, ২০২২ সালে যা ৫.৮ শতাংশ ছিল।
সাবলেট গ্রহণকারীর পাশাপাশি সাবলেট প্রদানকারীর সংখ্যাও বেড়েছে। ২০২৩ সালে ০.৯ শতাংশ মানুষ সাবলেট দিয়েছে, ২০২২ সালে যা ছিল ০.৭ শতাংশ।
দেশে সাবলেট বাড়ার কারণ জানতে চাইলে এসভিআরিএস ইন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রকল্পের আলমগীর প্রকল্প পরিচালক হোসেন বলেন, বর্তমানে গ্রামেও অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেড়ে গেছে। গ্রামেও এখন শহরের মতো সুযোগ-সুবিধা ও কর্মসংস্থান বেড়েছে। সে কারণে পল্লি অঞ্চলেও সাবলেট থাকার হার বেড়েছে।