ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির নিচে ‘আয়নাঘর’ বা সন্দেজনক কিছু পায়নি ফায়ার সার্ভিস
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/476311284_2024832234690052_7383207679977690209_n.jpg)
'আয়নাঘর' বা গোপন বন্দিশালা আছে কি না- এমন সন্দেহে ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে 'সন্দেহজনক' কিছু পায়নি ফায়ার সার্ভিস।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই ভবনের বেজমেন্টে পানি অপসারণ করে 'আয়নাঘর' বা তেমন কিছুর অস্তিত্ব পায়নি ফায়ার সার্ভিস।
তিনি আরও বলেন, "আমরা পাম্পের মাধ্যমে পানি পাশের লেকে ফেলে পুরোপুরি সেচ করি। তবে সেখানে আমরা কিছু পাইনি। এরপর আমরা সেখান থেকে চলে এসেছি।''
এর আগে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বাড়িটি ভাঙার একদিন পর এই বাড়ির বেজমেন্টে 'আয়নাঘর' কিংবা গোপন বন্দিশালা রয়েছে, এ ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পরে নানা আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেজমেন্টে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়। আজ রোববার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের একটি দল পানি অপসারণের কাজ শুরু করে।
দুপুর দেড়টায় পুরোপুরি পানি অপসারণের কাজ শেষ হয় বলে জানান মিজানুর রহমান।
এদিকে আজ সকাল থেকে ভেঙে দেওয়া ভবনটি ঘিরে ছিল উৎসুক মানুষের ভিড়। এদিনও ধংসস্তুপের মধ্য থেকে অনেককেই রড ইটসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে দেখা গেছে।