পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চল সংযোগে বাংলাদেশের মধ্য দিয়ে শিপিং রুট
পশ্চিমবঙ্গ অঞ্চলের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে সংযুক্ত করতে বাংলাদেশের মধ্য দিয়ে একটি নতুন শিপিং রুট তৈরি করতে শুরু করেছে ভারত। দেশটির বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শনিবার (৮ জানুয়ারি) এ কথা জানিয়েছেন।
ব্রহ্মপুত্র ও বরাক নদী বরাবর জলপথের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে আসাম ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে পণ্যবাহী কার্গো ও যাত্রীবাহী জাহাজগুলো বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের হলদিয়ার সঙ্গে সংযুক্ত হবে। ভারতে চলমান নর্থইস্ট ফেস্টিভালে 'ব্রহ্মপুত্র রিভার কনক্লেভ'-এ বক্তৃতা দেওয়ার সময় ভারতীয় মন্ত্রী সোনোয়াল এসব তথ্য জানিয়েছেন বলে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
যোগাযোগের মাধ্যম হিসেবে নৌপথের সংস্কার রূপান্তরের একটি অন্যতম ধারা বলেও উল্লেখ করে তিনি।
তিনি আরো বলেন, "পণ্যবাহী জাহাজ চলাচলের সুবিধার্থে জাতীয় নৌপথ (ব্রহ্মপুত্র ও বরাক) প্রশস্ত করার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আসাম এবং উত্তর-পূর্বাঞ্চল থেকে পণ্য ও যাত্রীবাহী জাহাজগুলো বাংলাদেশ হয়ে হলদিয়ায় সংযুক্ত হবে। ড্রেজিংয়ের কাজও শুরু হয়েছে ইতোমধ্যেই।"
উপকূলীয় এবং সামুদ্রপথের প্রশস্ততা উত্তর-পূর্বাঞ্চলের বাজারগুলোকে আরো জমজমাট করে তুলবে; তাই কেবল ব্রহ্মপুত্রের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আই, ধানসিরি, মানস ইত্যাদির মতো অন্যান্য নদীগুলোর মাধ্যমে জলপথের উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সোনোয়াল আরো বলেন, "আটটি রাজ্যকে অবশ্যই একত্রিত হতে হবে এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করতে হবে।"
ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) পরিচালক এ সিলভাকুমার অনুষ্ঠানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নদী পথের পুনর্গঠনের জন্য গৃহীত ব্যবস্থাগুলোর ওপর একটি প্রেজেন্টেশনও উপস্থাপন করেন।