গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ৮,০১৬
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘণ্টায় কোভিডজনিত কারণে মারা গেছেন আরও ৩৩ জন, এ সময়ে মোট শনাক্তের সংখ্যা ছিল ৮,০১৬।
একই সময়ে ৪২ হাজার ৫৬৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৮.৮৩ শতাংশ।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৪৩ জনের, নতুন শনাক্ত হয়েছিল ৮,৩৪৫ জন।
আজকের সংখ্যা মিলে দেশে কোভিডজনিত কারণে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭০৩ জনের, আর মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন।
মৃতদের মধ্যে ১৫ জন ঢাকা বিভাগের, ছয়জনে চট্টগ্রামের, চারজন রাজশাহীর, দুইজন করে খুলনা, সিলেট ও ময়মনসিংহের, একজন করে বরিশাল ও রংপুর বিভাগের।
২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সেরে উঠেছে ১০ হাজার ৭২৫ জন রোগী, সুস্থতার হার ছিল ৮৬.৫৬ শতাংশ।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওই মাসের ১৮ তারিখেই প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।