সুনামগঞ্জে আটকে পড়া ২১ ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করলো সেনাবাহিনী
বন্যা কবলিত সুনামগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীসহ অন্যদের উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সুনামগঞ্জের ছাতক থেকে তাদেরকে উদ্ধার করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিলেটে নিয়ে আসা হয়েছে বলে আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় আটকা পড়েন শিক্ষার্থীরা। পরে ১৭ জুন তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
শনিবার সকালে সিলেট হয়ে ঢাকায় ফেরার উদ্দেশে সুনামগঞ্জ পুলিশ লাইন থেকে সিলেটগামী একটি লঞ্চে ওঠেন তারা। তবে দেয়ারবাজার উপজেলায় প্রবল বৃষ্টির কারণে সুরমা নদীতে তাদের লঞ্চ নষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে তারা আটকা পড়েন।
প্রতিকূল আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। কয়েক ঘণ্টার সমন্বিত প্রচেষ্টার পর রোববার ভোরে ছাতক এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নৌকা তাদেরকে উদ্ধার করে।
সুনামগঞ্জে অবিরাম বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে প্রায় তিন শতাধিক পর্যটক আটকা পড়েন। তারা সবাই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিলেন।