বুদ্ধদেব দাশগুপ্ত, চলচ্চিত্রের এক নক্ষত্রের বিদায়
চলে গেলেন সুবিখ্যাত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার সকাল ছ'টা নাগাদ ঘুমের মধ্যেই দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিডনির সমস্যাও ছিল। পরিবার সূত্রে জানা যায়, বুধবার তার ডায়ালাইসিস হয়েছিল। বৃহস্পতিবার আরও এক দফায় ডায়ালাইসিস হওয়ার কথা ছিল। কিন্তু সকালে বুদ্ধদেব বাবুর স্ত্রী দেখেন, সাড়া মিলছে না পরিচালকের। পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রে এক সোনালী অধ্যায়ের অবসান হল।
১৯৪৪ সালে ১১ ফেব্রুয়ারি পুরুলিয়ার আনাড়ায় জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। তার বাবা রেলে চাকরি করতেন। ১২ বছরে হাওড়ায় স্কুলজীবন শুরু করেন। তারপর অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতির অধ্যাপক হিসেবেই কর্মজীবন শুরু করেছিলেন।
বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ৫টি ছবি-বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ জাতীয় পুরস্কার পেয়েছে। পরিচালক হিসেবে তিনি নিজেও দু'বার জাতীয় পুরস্কার পেয়েছেন। দেশের বাইরেও একাধিক সম্মান পেয়েছেন বুদ্ধদেব দাশগুপ্ত। ভেনিস চলচ্চিত্র উৎসব, বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে তার ছবি।
কেবল পরিচালনা নয়, সাহিত্য জগতেও সমানভাবে প্রসিদ্ধ ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত।
বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে পরিচালক গৌতম ঘোষ বলেন, 'এই ভয়ংকর সময়ে এই খবরটা আরও মর্মান্তিক। শরীর খারাপ ছিল। তবে কবিতা লিখছিলেন। ফোনে কথা বলছিলেন। একসঙ্গে স্বপ্ন দেখছিলাম। তার চলচ্চিত্র যাতে সংরক্ষিত হয়, সেই আর্জি জানাব।'
- সূত্র- ভারতীয় গণমাধ্যম