বিশিষ্ট গীতিকার ও সাংবাদিক কে জি মোস্তফার প্রয়াণ
বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অসংখ্য চিরসবুজ গানের কিংবদন্তি গীতিকার কে জি মোস্তফা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪।
জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোস্তফা রবিবার রাত ৮টায় আজিমপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী আশরাফ জানিয়েছেন।
তিনি জানান, সোমবার (৯ মে) বাদ জোহর প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কে জি মোস্তফার জন্ম ১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
এরপর একজন গীতিকার ও সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
১৯৭৬ সালে তিনি চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগে সহকারি সম্পাদক পদে যোগদান করেন।
১৯৯৬ সালে তিনি সিনিয়র সম্পাদক হিসাবে অবসর গ্রহণ করেন। অনেক ছবিতে সহকারি পরিচালক হিসেবেও কাজ করেছেন।
কে জি মোস্তফা রহমান-শবনম অভিনীত 'রাজধানীর বুকে' (১৯৬০) চলচ্চিত্রের 'তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে', 'আয়নাতে ওই মুখ' সহ অসংখ্য জনপ্রিয় গান লেখার জন্য পরিচিত।
কালজয়ী এই দুটি গানেরই সুরকার রবীন ঘোষ। একটি গান গেয়েছেন তালাত মাহমুদ, অন্যটি গেয়েছেন মাহমুদুন্নবী।