শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান।
বুধবার বিকেলে তাকে পুরান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রথম আলোর এক খবরে বলা হয়।
এটিএম শামসুজ্জামানের মেজ মেয়ে কোয়েল আহমেদ গণমাধ্যমটিকে জানান, দুই দিন ধরে খাবার খেলেই তার বাবার বমি হতো। শ্বাসকষ্টও হচ্ছিল। আজ শ্বাসকষ্টের মাত্রাটা বেড়ে যায়। এরপর দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক বাবাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
কোয়েল বলেন, 'বাবার আজকের অবস্থা দেখে ঘাবড়ে যাই। তাই কোনো ধরনের দেরি করতে চাইনি। সবাই বাবার জন্য দোয়া করবেন।'